ফের বন্যপ্রাণের উপরে নৃশংস অত্যাচার। কর্নাটকের মান্ড্যার যাহেনাচাল্লি গ্রামে এই ঘটনা। নৃশংস এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। খালি হাতে জঙ্গল থেকে চিতাবাঘ ধরে গ্রামবাসীরা। চিতাবাঘটি গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল। চিতাবাঘের গলা টিপে ধরে গ্রামবাসী। প্রায় আধমরা অবস্থা হওয়ার উপক্রম চিতাবাঘের। এই অবস্থায় চিতাবাঘের সঙ্গে চলে ফোটো সেশন। পরে বন দফতর চিতাবাঘটিকে উদ্ধার করে। কিছু গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।