ফনা তুলে তেড়ে আসছে বিষধর সাপ। সাপ উদ্ধারের রোমহর্ষক ভিডিও ভাইরাল। কেরালার একটি গ্রামের এক বাড়ি থেকে উদ্ধার হয় সাপটি। বন বিভাগের একজন প্রশিক্ষিত কর্মী উদ্ধার করেন সাপটিকে।
ফনা তুলে তেড়ে আসছে বিষধর সাপ। সাপ উদ্ধারের রোমহর্ষক ভিডিও ভাইরাল। কেরালার একটি গ্রামের এক বাড়ি থেকে উদ্ধার হয় সাপটি। বন বিভাগের একজন প্রশিক্ষিত কর্মী উদ্ধার করেন সাপটিকে। একজন মহিলা কর্মী সাপটিকে উদ্ধীর করেন। সাপ উদ্ধারের এই ভিডিও প্রাকাশ্যে আসতেই তা ভাইরাল। মহিলা বনদফতরের কর্মীর এমন দুঃসাহসিক কাজের তারিফ করেছেন সকলেই। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে সাপ খুঁজছেন একজন মহিলা বন দফতরের কর্মী। হঠাৎই সাপটাকে বার করতে গিয়ে সাপটা তার দিকেই তেড়ে আসতে শুরু করে। এর পরেই ভয় না পেয়েই আপ্রাণ সাপটিকে ধরার চেষ্টা চালিয়ে যান মহিলা। অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টার সাপটিকে তিনি ধরতে পারেন। এই রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কেরলের পার্শ্ববর্তী রাজ্য়ে সাপ ধরার জন্য বিখ্যাত ছিলেন ভাভা সুরেশ। সেই সুরেশকেই কামড়ায় গোখরো সাপ। ভেন্টিলেশনেই ছিলেন তিনি। সারা দেশের প্রান্ত থেকেই সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা আরোগ্য কামনা লিখে পাঠিয়েছে। বর্তমানে তিনি কথাও বলতে পারছেন। স্মৃতি শক্তিও ঠিক রয়েছে তার। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল মূলত কেরলের কোট্টায়ামে। তবে এখন বিপদমুক্ত ভাভা সুরেশ।