কাঁদা-জলে ডুবে অসমের হাফলং স্টেশন, পিঠে চেপে ভাইরাল বিজেপি বিধায়ক

কাঁদা-জলে ডুবে অসমের হাফলং স্টেশন, পিঠে চেপে ভাইরাল বিজেপি বিধায়ক

Published : May 19, 2022, 09:35 PM IST

এখন পর্যন্ত যা খবর তাতে বৃহস্পতিবার অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গৃহহারা মানুষের সংখ্যা লাখ পেরিয়ে গিয়েছে। সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।

এই একটা ভিডিও যা এখন নেটদুনিয়ার ঘুরে বেড়াচ্ছে। এই ছবিটা ১৫ মে সামনে আসে। ছবিটি অসমের হাফলং স্টেশনের। দেখা যাচ্ছে কীভাবে হড়পা বান আর লাগাতার বৃষ্টিতে ডুবে গিয়েছে পুরো স্টেশন চত্বর। এমনকী, স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন ও ট্রেনের কামরাগুলোর ভিতও ডুবে গিয়েছিল কাদামাটিতে আর জলে। মাঝে মাঝে দুলে উঠছে ট্রেন। নেটিজেনরা লিখেছে বৃষ্টিতে যেভাবে ট্রেনের কামরাগুলো দুমড়ে-মুচড়ে উঠছে তা সত্যিকারে ভয় পাইয়ে দেয়। এমন ছবি কোনও দিন দেখা যায়নি। এদিকে, এমন ভয়াবহ ছবির মধ্যেই সামনে এসেছে এক বিতর্কিত ভিডিও। বৃহস্পতিবার সর্বসমক্ষে আসা এই ভিডিও-তে দেখা গিয়েছে যে লামডিং-এর বিজেপি বিধায়ক এক উদ্ধারকর্মীর পিঠে গলা ধরে ঝুলে বোটে গিয়ে উঠছেন। বিজেপি বিধায়ক শিবু মিশ্র এই এলাকায় গিয়েছিলেন লাগাতার বর্ষণে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে। এমনকী যেখানে তিনি উদ্ধারকর্মীর পিঠে চেপেছেন সেখানেও জল হাঁটুর নিচে। স্বাভাবিকভাবেই বিজেপি বিধায়কের এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে। এখন পর্যন্ত যা খবর তাতে বৃহস্পতিবার অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গৃহহারা মানুষের সংখ্যা লাখ পেরিয়ে গিয়েছে। সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। অসমের ২৭ টি জেলা বন্যা কবলিত। ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার চারশ একানব্বই জন শিশু এবং দুই লক্ষ চুয়াল্লিশ হাজার দুশ ষোল জন মহিলা। এখনও পর্যন্ত যা খবর তাতে অন্তত ১০ হাজার বাড়ি ভেঙে গিয়েছে। ২৭টি জেলার চোদ্দশ চোদ্দটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্থ। ছেচল্লিশ হাজার একশ ষাট হেক্টর চাষের জমি এখন জলের তলায়। রাজ্যজুড়ে ১৩৫টি ত্রাণ শিবিরে মাথা গুঁজেছে আটচল্লিশ হাজার তিনশ চার জন মানুষ। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলাগুলির মধ্যে রয়েছে কাছার, ডিমা হাসাও, হোজাই, নওগাঁ, চরাইদেও, দারাং, ডিমাজি, ডিব্রুগড়, বাজালি, বাক্সা, বিশ্বনাথ এবং লাখিমপুর। 
 

03:44'মুসলিমদের এমন আচরণে আমাদের মাথা নত হয়ে যায়' বাংলাদেশ নিয়ে মন্তব্য মাদানির
04:26India Bangladesh : বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার, দেশজুড়ে তীব্র বিক্ষোভ! হিন্দু ঐক্যের ডাক
12:05'হিন্দু মেরে ইসলামিক দেশ হতে চাইছে বাংলাদেশ' হস্তক্ষেপ করবেন মোদী?
08:05Bangladesh India : 'ভারতকে চোখ রাঙালে বরবাদ হবে বাংলাদেশ' হুঁশিয়ারি ভারতীয় মুসলিম সমাজের
07:26Bangladesh Unrest : দিকে দিকে খুন আর অগ্নিসংযোগ, মৌলবাদীদের তাণ্ডবে তছনছ বাংলাদেশ
05:48India Bangladesh : ভারত বিদ্বেষ, বাংলাদেশের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞের চাঞ্চল্যকর মন্তব্য!
20:23অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের
04:15'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
06:08সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
05:13Lok Sabha : সংসদে বসে ই-সিগারেট টানছিলেন TMC সাংসদ! ধরে ফেললেন অনুরাগ ঠাকুর, কী হল দেখুন!