বাতিল হয়েছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা। সেই নিয়ে উপত্যকা জুড়ে আবহাওয়া বেশ গরম। রাস্তায় একসঙ্গে বেশি লোকের জমায়েত হতে দেওয়া হচ্ছে না। সেই বনধের কাশ্মীরেই সোপিয়ান জেলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে দেখা গেল সাধারণ মানুষের সঙ্গে খাওয়ার খেতে খেতে আলাপ জমাতে। সেই সঙ্গে পুলিশ, সেনা ও সিআরপিএফ-এ জওয়ানদের উৎসাহিত করলেন তিনি।
একের পর এক বন্ধ দোকানের সামনে রাস্তা থেকে কাশ্মীরের স্থানীয় পদ 'ওয়াজওয়ান' কিনে খেলেন ডোভাল। দোকানে খাওয়া খেতে আসা ব্যক্তিরা কথা প্রসঙ্গে ডোভালকে জানালেন সবকিছু ঠিকই রয়েছে। ডোভালও পাল্টা আশ্বাস দিলেন তাঁদের নিরাপত্তা ও ভাল থাকা নিয়েই ভাবিত প্রশাসন। সব মিলিয়ে বুঝিয়ে দিলেন ধরপাকড় আর বনধের মধ্যেও স্বাভাবিক রয়েছে উপত্যকা।