পুজোর কেনাকাটা যাতে সুবিধা হয় এবং পুজাতে ঘোরাঘুরির সুবিধার জন্য পুজোর আগেই শহরে আরও ১০০ বাস নামছে, জানাল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী
দুর্গাপূজা আর মাত্র হাতে গোনা কয়েকদিন | আর পুজোর আগেই শহরে আরও ১০০টি সরকারি বাস নামছে | আর পুজাতে আরও ১২০ টি সরকারি বাস নামছে | সাংবাদিক বৈঠকে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী | এছাড়াও পূজা পরিক্রমার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছেন পরিবহন দপ্তর | কলকাতার বিশেষ বিশেষ পূজা এই বিশেষ বাসে করে দেখা যাবে | এছাড়াও শহরের বাইরের ঠাকুর দেখার জন্যও বিশেষ বাসের ব্যবস্থাও রয়েছে | এদিন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান মাননীয়ার নির্দেশে নবমীর দিন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একটি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে