ইকবালপুর লেনে সিলিন্ডার ব্লাস্ট করে আহত ৬ জন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সোমবার গ্যাস সারানোর সময় ঘটে এই ঘটনা। এই ঘটনায় মিস্ত্রি সহ আহত মোট ৬ জন।
ইকবালপুর লেনে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার ঘটনায় আহত ছয় জন। সোমবার সকালে ইকবালপুরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে একবালপুর লেনের একটি আবাসনের একটি ঘরে সকাল থেকেই গ্যাস লিক করছিল। গ্যাস লিকের কারণেই এই বিস্ফরণ বলে প্রাথমিক অনুমান। গ্যাস লিকের কারণেই এক গ্যাসের মিস্ত্রিকে ডাকা হয় সেখানে এবং গ্যাস সারানোর সময় তিনি যখন আগুন সংযোগ করেন তখনই হঠাৎ করেই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি বিকট শব্দ হয় ঘর থেকে। সেই সময় ঘরের মধ্যে ছিলেন মোট ৬ জন। মিস্ত্রিরাও সেখানেই ছিলেন বলে জানা গিয়েছে। ৬ জন আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য স্থানিও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় তাঁদের চিকিৎসা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।