প্রজাতন্ত্র দিবসের নয়, এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন গাড়ি ঢুকে পড়ল রেড রোডে। চার বছর পর ফের অভিমন্যু গৌড়ার স্মৃতি ফিরল শহরে।
করোনা কোপে বাধ্য হয়ে রেড রোডে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে কাটছাঁট করা হয়। তবে রীতিমাফিক পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হবে কুচকাওয়াজও। মঙ্গলবার সকালে তখন কুচকাওয়াজের মহড়া চলছিল। আচমকাই খিদিরপুর রোডে উত্তরমুখী লেন দিয়ে একটি গাড়ি সটান ঢুকে পড়ে রেড রোডে। নেহেরু আইল্যান্ডের কাছে রাস্তা গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে গাড়িটি। প্রায় সঙ্গে সঙ্গে গাড়িটির চালককে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও। এর আগে ২০১৬ সালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন দুর্ঘটনা ঘটেছিল রেড রোডে। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন বায়ুসেনার জওয়ান অভিমন্যু গৌড়।