সাইবার দস্যুদের প্রতারণার ফাঁদে অধ্যাপিকা। ফোন করে মোবাইলে লিংকে ক্লিক করতে চাপ সাইবার দস্যুদের। মুহূর্তের মধ্যে নিঃস্ব অধ্যাপিকা, খোয়ালেন লক্ষাধিক টাকা। প্রতারিত অধ্যাপিকার কাতর আর্তি সকলের জন্য। সবাইকে সতর্ক হওয়ার বার্তা অধ্যাপিকার।
সাইবার প্রতরণার ফাঁদে পড়ে হামেশাই টাকা খোওয়ানোর ঘটনা সামনে আসে। অধিকাংশ সময়ের ব্যাঙ্কের নাম করে ফোন করে হয় এই প্রতারণা। আবারও সাইবার দস্যুদের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোওয়ানোর ঘটনা সামনে এল। সাইবার দস্যুদের প্রতারণার ফাঁদে এবার এক অধ্যাপিকা। ফোন করে মোবাইলে লিংকে ক্লিক করতে চাপ সাইবার দস্যুদের। মুহূর্তের মধ্যে নিঃস্ব অধ্যাপিকা, খোয়ালেন লক্ষাধিক টাকা। প্রতারিত অধ্যাপিকার কাতর আর্তি সকলের জন্য। সবাইকে সতর্ক হওয়ার বার্তা অধ্যাপিকার। অধ্যাপিকার অভিযোগ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি লিংকে করানোর নাম করে ফোন করা হয় তাঁকে। এরপরেই কেওয়াইসি লিংকে ক্লিক করানোর জন্য তাঁর কাছে একটি লিংকে আসে। সেই লিংকে ক্লিক করলেই কেওয়াইসি লিংক হবে বলে জানান ফোনের অপরপ্রান্তে থাকা এক ব্যক্তি। ওই ব্যক্তির কথা মতো অধ্যাপিকা লিংকে ক্লিক করেন। লিংকে ক্লিক করতেই তাঁর ফোন হ্যাক হয়ে যায়। এরপরেই তাঁর দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই থানার দ্বারস্থ হন অধ্যাপিকা এবং মানুষকে সচেতন করতে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।