কলকাতার বুকেই দিনের আলোয় এই চক্র ধপল পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মধুচক্রের ব্যবসা চলত এই জায়গায়। বুধবার রাত্রে গড়িয়াহাট থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে হানা দেয় এই ঠিকানায়। সেখানে আপত্তিকর অবস্থায় দেখা যায় জনা কয়েক পুরুষ মহিলাকে। সূত্রের খবর, মোট ৫ জন মহিলা, ৪ জন পুরুষ ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির পরে তাদের মেডিকেল টেস্ট করানো হয়। মোট ১০জনকে গড়িয়ার থানার পুলিশ আগামীকাল আলিপুর আদালতে তুলবে।