দিনটা ছিল ৩১ মার্চ ২০১৬। হঠাৎ আসা এক দুঃসংবাদে ঘুম উড়েছিল মহানগরবাসীর। ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। প্রায় ৪০ মিটার লম্বা উড়ালপুলের নীচে চাপা পড়ে গিয়েছে বহু মানুষ। পুলিশ, দমকল, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং অন্য আরও নিরাপত্তা রক্ষীদের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। থেঁতলে যাওয়া শরীর, সদ্য কোলখালি হওয়া মায়ের আর্তনাদ, বাঁচার জন্য একটু আকুতি- সেদিন এমন কত কিছুর সাক্ষী ছিল কলকাতা। সেই পোস্তার বিপর্যয়ের পর কেটে গিয়েছে চার চারটি বছর। আজও সেই দিন মহানগরবাসীর স্মৃতিতে অমলিন। সেদিনের আচমকা ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার ধাক্কা বোধহয় কিছুটা বেশিই ছিল যার দাগ ৫ বছর পরেও দগদগে।