করোনার বাধা কাটিয়ে অবশেষে কলকাতায় চালু হল মেট্রো রেল পরিষেবা। প্রতিদিন যখন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ঠিক সেই সময়েই শুরু হয়ে গেল মেট্রো রেল পরিষেবা। তবে করোনা বিধি মেয়েই চলছে মেট্রো। প্রতিদিন কাজের জন্য বহু মানুষকেই এদিক ওদিক যেতে হচ্ছে। আর সেই কারণেই মানুষের সুবিধার কথা মাথায় রেখে শুরু হয়ে গেল মেট্রো রেল পরিষেবা। রবিবার নিট পরীক্ষার্থীদের জন্য খোলা হয়েছিল মেট্রো। সোমবার থেকে সাধারণ মানুষের জন্যও খোলা হল মেট্রো। তবে থার্মাল চেকিং ও স্যানিটাইজেশনের পরেই যাত্রা করা যাবে মেট্রোতে। শুধু তাই নয় আগের মত এক সঙ্গে একটি কামরায় বহু সংখ্যক মানুষ যাত্রা করতে পারবেন না। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সমস্ত নিয়ম করা হয়েছে।