গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল,এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূল কে তুলোধনা করলেন সিপিএমের সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিম
গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল | অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে রীতিমত উৎসবে মেতেছে বিরোধী দল গুলি | সুজন চক্রবর্তী বললেন "উনি যখন পুলিশকে বোমা মারার কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী কার্যত সার্টিফিকেট দিয়েছেন। তাই সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করছেন | আরও বললেন 'শেষমেশ ডাক্তারকে দিয়ে ভুল লেখালেন, তাতেও ধরা পড়ে গেলেন। লাজলজ্জা নেই কিছু' | এদিকে মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বসেন | তিনি কার্যত তুলোধনা করলেন তৃনমূল কে | তিনি দাবী করেন অনুব্রত যা যা করেছে তাই তাই করলে তৃণমূলে জায়গা পাওয়া যায় |