ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্যের দমকল দফতর বা অগ্নি নির্বাপন দফতর, আজ সাংবাদিক বৈঠক করে জানালেন দমকল মন্ত্রী সুজিত বোস ।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্যের দমকল দফতর বা অগ্নি নির্বাপন দফতর, আজ সাংবাদিক বৈঠক করে জানালেন দমকল মন্ত্রী সুজিত বোস । যে সাইক্লোন আসার কথা রয়েছে ,তার জন্য ফায়ার সার্ভিস ও ইমারজেন্সি বিভাগ তৈরি আছে জানান সুজিত বোস, এছাড়াও দফতরের সমস্ত কর্মীদের সবার ছুটি বাতিল করা হয়েছে , ৪৬ টি টিম তৈরি করা হয়েছে সিত্রাং মোকাবিলায় । কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে , কন্ট্রোল রুম নম্বর -০৩৩-২২২৭৬৬৬৬/ ০৩৩-২২৫২১১৬৫/০৩৩ ২২৫২৬১৬৪ |