২৫ বছরের এক ঐতিহ্যশালী বিশ্বস্ততা নিয়ে খবরের দুনিয়ায় এগিয়ে চলেছে এশিয়ানেট নিউজ নেটওয়ার্ক। মানুষ যে সময় স্যাটেলাইট চ্যানেলের প্রথম ব্যবহারের সঙ্গে অভ্যস্ত হতে শুরু করেছিল, সেই সময় থেকে মানুষের ঘরে ঘরে খবরের ফেরি করে এসেছে এশিয়ানেট নিউজ। প্রতিটি মুহূর্তে মানুষের কাছে পৌঁছে দিয়েছে খবরের পিছনের খবর। মানুষকে শক্তি জুগিয়েছে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকতে। শক্তি জুগিয়েছে তাঁদের মতামত তৈরিতে। সাদা এবং কালোর বিভেদ-কে আঙুল তুলে দেখিয়ে দিয়ে এসেছে এশিয়ানেট নিউজ। আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে এশিয়ানেট নিউজ এই মুহূর্তে দেশের অন্যতম এক জাতীয় নিউজ মিডিয়া হাউস। একাধিক টেলিভিশন চ্যানেল এবং খবরের অন্যান্য পরিবেশনের সঙ্গে সঙ্গে ডিজিটাল দুনিয়াতেও খবর পরিবেশনের এক নয়া দিক তৈরি করেছে এশিয়ানেট নিউজ ডট কম। মোট ৭টি ভাষায় খবর পরিবেশন করছে এশিয়ানেট নিউজ। ডিজিটাল দুনিয়ায় এক অন্যন্য নজিরও গড়ল এই মিডিয়া হাউস। প্রতিমাসে ১ বিলিয়ন পেজভিউ মানে ১০০ কোটি পেজভিউ পাওয়ার কৃতিত্বও অর্জন করেছে তারা। এশিয়ানেট নিউজের মূলমন্ত্র-ই হল সোজাসাপ্টা-সাহসী এবং নিরলস।