কলকাতায় বিজেপি -র রোড শো -তে হামলা, চলল গাড়ি ভাঙচুর-ইট বৃ্ষ্টি

  • কলকাতায় বিজেপির মিছিল
  • সেই মিছিল ঘিরেই উত্তপ্ত কলকাতা
  • বিজেপির মিছিলের ওপর হামলা
  • পাল্টা হামলা চালায় বিজেপি
  • বাইক ভাঙচুরও চলে সেখানে
  • চলে মিছিল লক্ষ্য করে ইট বৃষ্টি

বিধানসভা ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক মহল। রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। এবার তারই প্রভাব কলকাতায়। কলকাতায় শুভেন্দু-দিলীপের রোড-শো-তে চলল হামলা। পাল্টা হামলা চালায় বিজেপি। বেধে যায় খন্ড যুদ্ধ। দক্ষিণ কলকাতায় মমতার গড়ে শুভেন্দুর রোডশো। রোড-শো-তে ছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। চারু মার্কেটে রোড-শো-তে হামলা করে কিছু মানুষ। আক্রমণকারীদের হাতে তৃণমূলের পতাকা ছিল। রোড-শো লক্ষ্য করে ইট ছোঁড়ে আক্রমণকারীরা। আক্রমণকারীদের তাড়া করে বিজেপি সমর্থকরা। বিজেপি সমর্থকদের রোষে ভাঙচুর একাধিক বাইক-গাড়ি। পুলিশ এসে অনেক কষ্ঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছে অরূপ বিশ্বাস বিজেপি-কেই দায়ী করেন। স্থানীয় এক মসজিদে হামলা হয় বলে অভিযোগ অরূপের। তৃণমূল কংগ্রেসের দাবি উড়িয়েছে বিজেপি। বিজেপি-র অভিযোগে পাথরের আঘাতে অনেকে জখম হয়। আঘাতপ্রাপ্তরা সকলেই বিজেপি-র রোডশো সামিল হয়েছিল। সাজানো ঘটনা বলে দাবি তৃণমূল বিধায়ক তাপস রায়ের।
 

03:30Firhad Hakim : 'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি হাকিম05:51DEV : 'পাগলু' স্বীকারোক্তি দেবের! মমতার সামনে এবার 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন09:03Weather Update Today : এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস05:50Shyamsundari Kali : পুরোহিতের বিস্ফোরক অভিযোগ! ফের বিতর্কে শ্যামসুন্দরী কালী মন্দির! দেখুন03:35Bus Accident : তেলেঙ্গাবাগানে তুলকালাম! দুটি বাসের তুমুল রেষারেষি, তারপরেই ভয়ঙ্কর দুর্ঘটনা09:44Suvendu Adhikari : 'কোন চালাকি নয়, যোগ্য-অযোগ্যদের বাছাই করতে হবে এসএসসি-কেই' চরম বার্তা শুভেন্দুর01:48'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?05:39Suvendu Adhikari : 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট শুভেন্দু অধিকারী03:50Park Street Christmas : বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার04:53Suvendu Adhikari : পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত! দেখুন