মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে মিলি আল আমিন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপিকার পদ থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শোভনকে পাশে বসিয়েই তাঁকে মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বৈশাখীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই কলেজের ভিতরে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁকে হেনস্থা এবং অপদস্থ করা হচ্ছিল। কটূক্তির পাশাপাশি তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক কুৎসা ছড়ানো হচ্ছিল বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সবকিছুর নেপথ্যে রয়েছেন বলেও অভিযোগ করেন বৈশাখী। তাঁর অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় নিজে এসে অনুরোধ করার পরেও শোভন তৃণমূলে না ফেরাতেই সেই রাগে তাঁকে নিশানা করা হয়েছিল। শোভন দলে ফিরলে কলেজে তাঁর কাজ করতে অসুবিধা হবে না বলে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছিলেন বলেও দাবি করেন বৈশাখী।
এ দিন সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়ে বৈশাখী বলেন, 'আর সহ্য করতে পারছি না। এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারছি না। যতবার মুখ্যমন্ত্রী সরকারি বৈঠকে আমার নাম করে শোভনদাকে প্রশ্ন করেছেন, আমার সমস্ত সম্মান ভুলন্ঠিত হয়েছে।' বৈশাখীর দাবি, শিক্ষামন্ত্রী তাঁর স্বামীকে বলেছেন, 'তোমার বউ বাড়াবাড়ি করছে।' তবে কলেজের পরিচালন কমিটি নয়, তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে ইস্তফাপত্র পাঠাবেন বলে জানান বৈশাখী।