পরিজনদের থেকে অনেক দূরে থাকেন তাঁরা। উৎসবে অনুষ্ঠানে আশ্রমের ঘরেই কাটে বৃদ্ধাশ্রমের (oldage home) বৃদ্ধ-বৃদ্ধাদের। সেই তাঁদের সঙ্গেই একটা দিন ভাগ করে নিলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। শনিবার ভাইফোঁটা নিতে বাঁশদ্রোণীর এক বৃদ্ধাশ্রমে পৌঁছে যান বিদ্যুৎমন্ত্রী। সেখানে আবাসিকদের সঙ্গে সময়ও কাটান তিনি, চলে খাওয়া দাওয়া। প্রসঙ্গত, প্রতিবছর ভাইফোঁটার (Bhai Phonta) দিন বোনেরা ভাইদের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন। কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই মেতেছেন ভাইফোঁটায়। প্রতি বছরের মত এবারও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিলেন বাশদ্রণী নবনীরের বৃদ্ধারা। এদিন নবনীরের বৃদ্ধদের কাছে প্রথমে ফোঁটা নেন মন্ত্রী। এরপরেই নতুন কাপড় তুলে দেন প্রত্যেক আবাসিকের হাতে। এরপরেই চলে ভূরিভোজের পালা। দীর্ঘ ২২ বছর ধরে এই আবেগের টানে ছুটে যান নবনীরে।
পরিজনদের থেকে অনেক দূরে থাকেন তাঁরা। উৎসবে অনুষ্ঠানে আশ্রমের ঘরেই কাটে বৃদ্ধাশ্রমের (oldage home) বৃদ্ধ-বৃদ্ধাদের। সেই তাঁদের সঙ্গেই একটা দিন ভাগ করে নিলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। শনিবার ভাইফোঁটা নিতে বাঁশদ্রোণীর এক বৃদ্ধাশ্রমে পৌঁছে যান বিদ্যুৎমন্ত্রী। সেখানে আবাসিকদের সঙ্গে সময়ও কাটান তিনি, চলে খাওয়া দাওয়া। প্রসঙ্গত, প্রতিবছর ভাইফোঁটার (Bhai Phonta) দিন বোনেরা ভাইদের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন। কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই মেতেছেন ভাইফোঁটায়। প্রতি বছরের মত এবারও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিলেন বাশদ্রণী নবনীরের বৃদ্ধারা। এদিন নবনীরের বৃদ্ধদের কাছে প্রথমে ফোঁটা নেন মন্ত্রী। এরপরেই নতুন কাপড় তুলে দেন প্রত্যেক আবাসিকের হাতে। এরপরেই চলে ভূরিভোজের পালা। দীর্ঘ ২২ বছর ধরে এই আবেগের টানে ছুটে যান নবনীরে।