রাজ্যে পালিত হচ্ছে ভাইফোঁটা (Bhai phonta) উৎসব। ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা। রাজ্য বিজেপির (BJP) সদর দফতরে পালিত হচ্ছে ভাইফোঁটা। গোটা বঙ্গের মানুষ মেতেছে উৎসবের আনন্দে। ঘরে ঘরে চলছে ভাইফোঁটা। কালীপুজো শেষ হতে না হতেই মিষ্টির দোকানে দেখা গিয়েছে লম্বা লাইন। ভাইদের মিষ্টি খাওয়াতে দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে বোনেদের। আর ভাইফোঁটায় মিষ্টিমুখ করতেই মস্ত বড় লাড্ডু বিজেপির পার্টি অফিসে। ৩ কেজির লাড্ডু খাইয়ে ভাইফোঁটায় মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা। মোদীর ছবিতেই সেখানে ভাইফোঁটা দিতে দেখা গেল। মোদীর ছবিতে ফোঁটা দিয়ে মুখের সামনে ধরলেন লাড্ডু। সেখানে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদারও (Jay prakash majumdar)। ভাইদের সুরক্ষার জন্যই ভাইফোঁটা হচ্ছে বলে জানালেন তিনি। শুধু তাই নয়, বিজেপির কর্মী সমর্থকদের মরতে হচ্ছে বাংলায় সেই কথাও বলেন তিনি। সেই কথা বলে জানান, এই সমস্ত বিজেপি ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা।
রাজ্যে পালিত হচ্ছে ভাইফোঁটা (Bhai phonta) উৎসব। ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা। রাজ্য বিজেপির (BJP) সদর দফতরে পালিত হচ্ছে ভাইফোঁটা। গোটা বঙ্গের মানুষ মেতেছে উৎসবের আনন্দে। ঘরে ঘরে চলছে ভাইফোঁটা। কালীপুজো শেষ হতে না হতেই মিষ্টির দোকানে দেখা গিয়েছে লম্বা লাইন। ভাইদের মিষ্টি খাওয়াতে দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে বোনেদের। আর ভাইফোঁটায় মিষ্টিমুখ করতেই মস্ত বড় লাড্ডু বিজেপির পার্টি অফিসে। ৩ কেজির লাড্ডু খাইয়ে ভাইফোঁটায় মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা। মোদীর ছবিতেই সেখানে ভাইফোঁটা দিতে দেখা গেল। মোদীর ছবিতে ফোঁটা দিয়ে মুখের সামনে ধরলেন লাড্ডু। সেখানে উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদারও (Jay prakash majumdar)। ভাইদের সুরক্ষার জন্যই ভাইফোঁটা হচ্ছে বলে জানালেন তিনি। শুধু তাই নয়, বিজেপির কর্মী সমর্থকদের মরতে হচ্ছে বাংলায় সেই কথাও বলেন তিনি। সেই কথা বলে জানান, এই সমস্ত বিজেপি ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা।