প্রতিনিয়ত দেশে বেড়েই চলেছে দূষণ। দূষণের জেরে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন এক দূষণমুক্ত পরিবেশ। মানুষের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও।
প্রতিনিয়ত দেশে বেড়েই চলেছে দূষণ। দূষণের জেরে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন এক দূষণমুক্ত পরিবেশ। মানুষের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। গাছ কেটে গড়ে উঠছে একের পর এক বসতি থেকে শুরু করে কারখানা। কিন্তু এখনকার ব্যাস্ততার সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে দূষণ কমার থেকে বেড়ে যাচ্ছে দ্বিগুণ। এই অবস্থায় পরিবেশের কথা ভেবে বিশেষ উদ্যোগ। এই বিশেষ উদ্যোগ নিল রোটারি ক্লাব এবং আরবানা। যার অন্যতম উদ্যোক্তা পরিচালক অরিন্দম শীল। দূষণমুক্ত পরিবেশ গড়তে তুলতেই এবার তাদের এই বিশেষ উদ্যোগ। সম্প্রতি রোটারি সাইকেল ব়্যালির আয়োজন হয়। এছাড়াও এক ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানও হয়। সাইকেল ব়্যালিতে ছিলেন গৌরব এবং দেবলীনা। কলকাতার রাস্তায় সাইকেল চালিয়ে দূষণ কমানোর বার্তা দিলেন তাঁরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।