কলকাতায় বিজেপি পার্টি অফিসের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন পালনে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা। বাজি ফাটিয়ে, কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন তো ছিলই, তার সঙ্গে ছিল পায়েস এবং মিষ্টিও। পথচলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে জন্মদিনের সেলিব্রেশন হয়। মিষ্টিমুখ করেই অনেকে জানতে পারেন, এ দিন প্রধানমন্ত্রীর জন্মদিন। পায়েস খাওয়ানো হয় ফুটপাথে বসবাসকারী শিশুদেরও। উত্তর কলকাতার বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগেই এ দিন প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল।