বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় শ্রমিক সংগঠন বিজেএমসির (BJMC) ডাক দেন 'কলকাতা কর্পোরেশন চলো' (Kolkata Corporation)। উৎসবের মরসুমে ক্রমশ বৃদ্ধিপাচ্ছে করোনা সংক্রমণ (Coronavirus)। শুধু করোনাই নয় বাড়ছে ডেঙ্গু-মেলেরিয়ার প্রকোপও। প্রতিদিন সেই খবর উঠে আসছে। অথচ কলকাতার বহু হাসপাতালে সঠিক ভাবে চিকিৎসা হচ্ছেনা বলে দাবি তাদের। এই নিয়েই বৃহস্পতিবার প্রতিবাদে নামে বিজেএমসি। তাঁদের দাবি কলকাতা পুরসভা কোনও কাজ করছে না। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে অথচ কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে বিজেপির (BJP) রাজ্য দপ্তর মুরলীধর সেন থেকে শুরু হয় মিছিল। পার্টি অফিস থেকে কিছুটা গিয়ে সেখানেই রাস্তায় মশারি টাঙিয়ে মশারির ভিতর শুয়ে প্রতিবাদ চলে বিজেএমসি-র।
বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় শ্রমিক সংগঠন বিজেএমসির (BJMC) ডাক দেন 'কলকাতা কর্পোরেশন চলো' (Kolkata Corporation)। উৎসবের মরসুমে ক্রমশ বৃদ্ধিপাচ্ছে করোনা সংক্রমণ (Coronavirus)। শুধু করোনাই নয় বাড়ছে ডেঙ্গু-মেলেরিয়ার প্রকোপও। প্রতিদিন সেই খবর উঠে আসছে। অথচ কলকাতার বহু হাসপাতালে সঠিক ভাবে চিকিৎসা হচ্ছেনা বলে দাবি তাদের। এই নিয়েই বৃহস্পতিবার প্রতিবাদে নামে বিজেএমসি। তাঁদের দাবি কলকাতা পুরসভা কোনও কাজ করছে না। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে অথচ কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদে বিজেপির (BJP) রাজ্য দপ্তর মুরলীধর সেন থেকে শুরু হয় মিছিল। পার্টি অফিস থেকে কিছুটা গিয়ে সেখানেই রাস্তায় মশারি টাঙিয়ে মশারির ভিতর শুয়ে প্রতিবাদ চলে বিজেএমসি-র।