রাজ্যে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। স্বামী বিবেকানন্দ-র জন্মদিবস উদযাপনে বিজেপি। বিজেপির কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন। বিজেপির কার্যালয়ে রয়েছে বিশেষ অনুষ্ঠানও।
রাজ্যে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। প্রতি বছর এই দিনটা বিশেষভাবে পালিত হয় রাজ্যে। এবছরও সেই একই ছবি দেখা গেল। করোনা বিধি মেনেই তবে এবছর সর্বত্র স্বামী বিবেকানন্দর জন্মদিবস পালন হচ্ছে। এদিন স্বামী বিবেকানন্দ-র জন্মদিবস উদযাপন ককে বিজেপিও। বিজেপির কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন হয়। বিজেপির কার্যালয়ে রয়েছে বিশেষ অনুষ্ঠানও। অন্যদিকে এদিন সকালে স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। স্বামীজিকে বিশেষ শ্রদ্ধা জানান। এদিনই স্বামীজির বাসভবনে একটি আর্ট গ্যালারিরও শুভ উদ্বোধন হয়। ভারত সরকার ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে নির্মিত এই গ্যালারি শুভ উদ্বেধন হয়। তারই উদ্বোধনী অনুষ্ঠানে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও ছিলেন অগ্নিমিত্রা পালও।