সিপিএম নেতা মহম্মদ সেলিমের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা। এ দিন মহম্মদ সেলিম দাবি করেন, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলে তাঁকেও কালো পতাকা দেখানো হবে। তার জবাব দিতে গিয়ে রাহুল সিনহা পাল্টা বলেন, 'এদের কী আছে এ রাজ্যে, এদের তো মুখই কালো হয়ে গিয়েছে। এরা আর কালো পতাকা দেখিয়ে কী করবে! তার পরেও যারা কালো পতাকা দেখানোর চেষ্টা করবে, তারা যেন চিন্তা করে আসে যে কালো পতাকা দেখাতে গিয়ে তাদের গা, হাত, পা-ও কালো হয়ে যেতে পারে। ফলে এ রকম হঠকারী কাজ করার কী দরকার!'