বোনের জন্মদিনে দাদার উপহার। আহ্লাদে আটখানা বোন। বাড়ির উঠোনে হাজির প্রিয়জনরা। বোন গিফট প্যাক খুলতে লেগে পড়ল। কিন্তু প্যাাকেট তো নয় যেন মহামূল্যবান কিছু। বিশালাকারের বাক্সটি-র গা থেকে গিফট রাপার খুলে ফেলতেই বোন উৎফুল্ল। কারণ বাক্সটি তো একটা মিক্সির। তার মানে ভিতরে নির্ঘাত মিক্সি আছে। বোন বলে চলেছে মিক্সি রয়েছে। আশপাশে থাকা প্রিয়জনরাও হট্টগোলে বলে চলেছে মিক্সি দিয়েছে। কিন্তু, দাদার মুখে উত্তর নেই। শুধুই মুচকি হাসি। এরপর বাক্সের মুখ খুলে ফেলতেই বোনের চোখ বিস্ফারিত। কারণ, ভিতরে মিক্সি তো নেই উল্টে আরও একটা প্যাকেট। বোনের চোখে মুখে তখন রাগ-দাদা এটা কি দিয়েছে রে বা-বা। দাদা এবং দাদার বন্ধুরাও হেসে কুটোপুটি। ফের শুরু প্যাকেট খোলার লড়াই। প্যাকেটের যেন অন্ত নেই। কখনও গিফট প্যাকে মোড়া বাক্স বের হচ্ছে তো পরক্ষণেই অসংখ্য কাগজে মোড়া প্যাকেট। ঘড়ির কাঁটা কয়েক মিনিট ছুঁয়ে ফেলেছে বোন তখনও প্যাকেট খোলার লড়াই চালিয়ে যাচ্ছে। অবশেষে অনেক কষ্টে বেরিয়ে এল একটা ছোট্ট বাবল প্লাস্টিকের প্যাক। সেটা খুলতেই বের হল রাংতা। আর তা খুলতেই বেরিয়ে এল ছোট্ট পেঁয়াজ। দাদার দাবি এখনকার দিনে এটাই সোনার উপহার তাঁর বোনের জন্য। বোন রাগ-দুঃখ ভুলে তখন দাদা-র কীর্তিতে হেসেই চলেছে। সঙ্গে বাকিরাও।