রাত পোহালেই ভবানীপুরে উপ-নির্বাচন (Bhawanipur by election)। উপ-নির্বাচনের আগের দিনই প্রবল বর্ষণে ভাসছে ভবানীপুর। ইতিমধ্যেই পাম্পের সাহায্যে জল নামানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে ভবানীপুরে। জোর কদমে চলছে উপ-নির্বাচনের প্রস্তুতি। ইলেকশন কমিশনের ইভিএম ভিভিপাট মেশিন দেওয়া হয়ে গেছে । লর্ড সিনহা রোডের একটি স্কুল থেকে দেওয়া হয় এই মেশিন।
রাত পোহালেই ভবানীপুরে উপ-নির্বাচন (Bhawanipur by election)। উপ-নির্বাচনের আগের দিনই প্রবল বর্ষণে ভাসছে ভবানীপুর। ইতিমধ্যেই পাম্পের সাহায্যে জল নামানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে ভবানীপুরে। জোর কদমে চলছে উপ-নির্বাচনের প্রস্তুতি। ইলেকশন কমিশনের ইভিএম ভিভিপাট মেশিন দেওয়া হয়ে গেছে । লর্ড সিনহা রোডের একটি স্কুল থেকে দেওয়া হয় এই মেশিন।