প্রয়াত ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে-ফন্টে’ এবং 'হাঁদা ভোঁদা'-র স্রষ্টা নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে।
প্রয়াত ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে-ফন্টে’ এবং 'হাঁদা ভোঁদা'-র স্রষ্টা নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ২৪ ডিসেম্বর বার্ধক্যজনিত অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। গত ১৬ জানুয়ারি থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। মঙ্গলবার ১০.১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একাধিক কমিকস চরিত্র তৈরি হয়েছে তাঁর হাত ধরেই। তাদের মধ্যে নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা, বাটুল দি গ্রেট, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু ও তার কেমিক্যাল দাদু সহ একাধিক কমিক্সের স্রষ্টা তিনি। ২০১৩ সালে বঙ্গবিভূষণ এবং সাহিত্য একাদেমি পুরষ্কার পান। ২০২১ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন নারায়ণ দেবনাথ। ২০১৬ সালে পান বিদ্যাসাগর পুরস্কার। প্রখ্যাত বাংলা কমিক্স শিল্পীর প্রয়াণে শোকের ছায়া।