ভুয়ো ভ্যাকসিনেশন কান্ডের প্রতিবাদে বিজেপি -র মিছিল। করোনার জেরে মিছিলের অনুমতি না মিললেও অভিযানে অনড় থাকে বিজেপি। সেই মিছিল রুখতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল কলকাতা পুলিশ। মিছিল রুখতে জল কামানেরও ব্যবস্থা করা হয়। সেই মতই মিছিল রুখতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। সেন্ট্রাল অ্যাভিনিউতে আটকে দেওয়া হয় মিছিল। বিজেপি -র মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপির বেশ কিছু নেতা ও কর্মীদের গ্রেফতার করে পুলিশ।