বৃহস্পতিবার রাত ৩টে থেকে সকাল ৮টা পর্যন্ত চলে ছট পুজোর (Chhath Puja) স্নান। কলকাতার ১৩২ টি ঘটে এই ছট পুজোর স্থান করতে ভিড় জমান সাধারণ মানুষ। এরমধ্যে বেশিরভাগ ঘাটেই চোখে পড়ল ছট ব্রতীদের মুখে মাস্ক (Mask) নেই। ছট পুজোয় অধিকাংশ মানুষের মুখেই দেখা গেল না মাস্ক। দুর্গাপুজো এবং কালীপুজোতেও দেখা গিয়েছে এই একই ছবি। উৎসবের মরসুমে যার জেরে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আবারও সেই একই ছবি দেখা গেল ছট পুজোয়। এই নিয়ে সবাই অবশ্য জানিয়েছেন বছরে একটা দিন আসে এই উৎসব তার জন্য আনন্দ পুরোপুরি উপভোগ করার জন্য মাস্ক-এর কথা মনেই থাকে না। প্রসঙ্গত, এবার কলকাতায় মোট ১৩২ ঘাট প্রস্তুত রাখা হয়েছিল ছট পুজোর কথা মাথায় রেখেই। এমনকি বেশ কিছু জায়গায় কৃত্রিম জলাধারও তৈরি করা হয়েছে ছট পুজোর জন্য। তবে এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। দূষণের কথা ভেবেই এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। আর এই সমস্ত ঘাটেই দেখা গেল মাস্কহীন মুখের সারি।
বৃহস্পতিবার রাত ৩টে থেকে সকাল ৮টা পর্যন্ত চলে ছট পুজোর (Chhath Puja) স্নান। কলকাতার ১৩২ টি ঘটে এই ছট পুজোর স্থান করতে ভিড় জমান সাধারণ মানুষ। এরমধ্যে বেশিরভাগ ঘাটেই চোখে পড়ল ছট ব্রতীদের মুখে মাস্ক (Mask) নেই। ছট পুজোয় অধিকাংশ মানুষের মুখেই দেখা গেল না মাস্ক। দুর্গাপুজো এবং কালীপুজোতেও দেখা গিয়েছে এই একই ছবি। উৎসবের মরসুমে যার জেরে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আবারও সেই একই ছবি দেখা গেল ছট পুজোয়। এই নিয়ে সবাই অবশ্য জানিয়েছেন বছরে একটা দিন আসে এই উৎসব তার জন্য আনন্দ পুরোপুরি উপভোগ করার জন্য মাস্ক-এর কথা মনেই থাকে না। প্রসঙ্গত, এবার কলকাতায় মোট ১৩২ ঘাট প্রস্তুত রাখা হয়েছিল ছট পুজোর কথা মাথায় রেখেই। এমনকি বেশ কিছু জায়গায় কৃত্রিম জলাধারও তৈরি করা হয়েছে ছট পুজোর জন্য। তবে এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। দূষণের কথা ভেবেই এবার বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। আর এই সমস্ত ঘাটেই দেখা গেল মাস্কহীন মুখের সারি।