দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এরাজ্যে এল করোনা টিকা কোভিশিল্ড। রাজ্যে করোনা টিকা আসার কথা জানা গিয়েছিল আগেই। পুনে থেকে দিল্লি হয়ে এই করোনা টিকা এসে পৌঁছল এ রাজ্যে, যার দিকে তাকিয়ে ছিল গোটা বাংলা। স্পাইসজেট বিমানে করে আনা হয় এই টিকা। ৩৪ টি বাক্সোয় করে ১০৮৮ কেজি টিকা এসেছে। বাগবাজারে স্বাস্থ দপ্তরে টিকা মজুত রাখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ছাড়াও একাধিক জায়গায় পৌঁছিয়ে যাবে টিকা, তার মধ্যে রয়েছে ব্যঙ্গালোর, ভূবনেশ্বর, পাটনা, বিজয়বাড়া সহ মোট ১৩ জায়গা। এছাড়াও ১৬ জানুয়ারি থেকে টিকা প্রদান শুরু হবে বলে জানা গিয়েছে।