উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস মিললেও দক্ষিণবঙ্গে এখনও অধরা বর্ষা। খানিক বৃষ্টিতে খনিকের স্বস্তি। তবে আবহাওয়া দপ্তর থেকে বুধবার জানিয়ে দেওয়া হল বৃষ্টির দেখা মিলবে এবার দক্ষিণেও। দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির আসেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজণিত অস্বস্তি।
অন্যদিকে উপকূলবর্তী অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রে যেতে মানা করা হয়েছে। নিম্নচাপের ফলে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে আগামী ৭২ ঘন্টায় ভারী বর্ষণের সম্ভাবনার কথাও এদিন জানানো হল কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।