৩ তারিখ রাতে তার ডেঙ্গু পজিটিভ ধরা পরে ১২ বছরের এক শিশুর, এই মৃত্যু দুঃখজনক বলে জানালেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ
৩ তারিখ রাতে তার ডেঙ্গু পজিটিভ ধরা পরে ১২ বছরের এক শিশুর | বৃহস্পতিবার মৃত্যু হয় ওই শিশুর | এই মৃত্যু দুঃখজনক বলে জানালেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ | অতীন ঘোষ জানান ১২ বছরের শিশুটি মারা গেছে তার বাড়ির সামনে পৌর সংস্থার চিকিৎসা কেন্দ্র ছিল | এদিন মেয়র পরিষদ স্বাস্থ্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন যে বর্ষাকালের এই সময় প্রাইম টাইম, এই সময় জল জমতে দেওয়া চলবে না | তিনি আরও বলেন ডেঙ্গু হবে না এটা গুরান্টি দিয়ে বলা যাবে না |