তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কাউন্সিলর হিসাবে নিজের ওয়ার্ডেও দেখা যাচ্ছে না তাঁকে। এই অবস্থায় কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ড পরিদর্শনে এলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই বেহলার অলি, গলি ঘোরেন অতীন।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কাউন্সিলর হিসাবে নিজের ওয়ার্ডেও দেখা যাচ্ছে না তাঁকে। এই অবস্থায় কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ড পরিদর্শনে এলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই বেহলার অলি, গলি ঘোরেন অতীন। স্থানীয় মানুষদের সমস্যা জানতে ও সচেতনতা বাড়াতে তাঁদের সঙ্গে কথা বলতেও দেখা যায় ডেপুটি ময়রকে। এসবের মাঝেই অবশ্য সামান্য তাল কাটে। অতীনকে 'ববিদা' বলে ডেকে বসেন রত্না চট্টোপাধ্যায়। যদিও এই স্লিপ অফ টাংকে বিশেষ পাত্তা না দিয়ে রত্নাকে নিয়ে এলাকার সমস্যা জানতেই ব্যস্ত ছিলেন অতীন।