আবারও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। সোমবার দুপুরে উত্তর কলকাতার চিৎপুরের নয়াপট্টিতে আগুন লেগে যায়। বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, সোমবার দুপুর ১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাৎ করে প্লাস্টিক কারখানায় কালো ধোঁয়া দেখতে পান। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে খবর যায় দমকলে। দমকলের ১৫ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে কি ভাবে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি।