তপসিয়া খালপাড় সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন। যার জেরে সেখানকার প্রায় একশোরও বেশি ঝুপড়ি ভষ্মিভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ২২ টির বেশি দমকলের ইঞ্জিন পৌঁছায় সেখানে। বিধ্বংসী আগুন নিভাতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। এই ঘটনার ফলে ঘর ছাড়া হয়ে পড়েছেন সাতশোরও বেশি মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করতে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক জাবেদ খান। দমকল মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে এই আগুন একটি রঙের কারখানা থেকে ছড়িয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরে তদন্ত করে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বলা যাবে কি করে আগুন লেগেছিল সেখানে। তবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের যথাযথ সাহায্য করবেন বলেও তিনি জানিয়েছেন।