শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে যায়। মধ্য কলকাতার এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশে ৩১ নম্বর গনেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি সাত তলা ভবনে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। দমকল ছাড়াও খবর পেয়ে সেখানে পৌঁছান পুলিশ ও দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনার জেরে এখনও দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুন দেখে বারান্দা থেকে ঝাঁপ মারে ১২ বছরের একটি বাচ্চা আর এছাড়াও একজন মহিলার দেহ উদ্ধার হয়েছে শৌচাগার থেকে। বাকিদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমিক অনুমান বহুতলের এক তলায় থাকা মিটার বক্স থেকেই আগুন ছড়িয়েছে। তবে এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।