রাজধানীতে যাচ্ছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। বাংলার রাজনীতি নিয়েই কথা বলতেই সেখানে যাচ্ছেন দিলীপ (Dilip Ghosh)। সোমবার প্রাতঃভ্রমণে ইকোপার্কে গিয়ে জানালেন এই কথা। বামফ্রন্টদের (CPM) ডাকা বনধ নিয়েও একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সেই সঙ্গেই ভবানীপুর উপনির্বাচনের (By election) প্রচার নিয়েও একাধিক কথা বলেন তিনি। একসাথে ৮০ জায়গায় প্রচার করা হবে, বলেন দিলীপ। সমস্ত নেতা-কর্মীরাই প্রচার করবেন বলেও জানান তিনি।
রাজধানীতে যাচ্ছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। বাংলার রাজনীতি নিয়েই কথা বলতেই সেখানে যাচ্ছেন দিলীপ (Dilip Ghosh)। সোমবার প্রাতঃভ্রমণে ইকোপার্কে গিয়ে জানালেন এই কথা। বামফ্রন্টদের (CPM) ডাকা বনধ নিয়েও একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সেই সঙ্গেই ভবানীপুর উপনির্বাচনের (By election) প্রচার নিয়েও একাধিক কথা বলেন তিনি। একসাথে ৮০ জায়গায় প্রচার করা হবে, বলেন দিলীপ। সমস্ত নেতা-কর্মীরাই প্রচার করবেন বলেও জানান তিনি।