একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষ-এর। বাবুল সুপ্রিয়কেও তীব্র ভাষায় কটাক্ষ করতে ছাড়লেন না। বাবুল সুপ্রিয়র মন্তব্য প্রসঙ্গে বাবুলকেই বিঁধলেন তিনি। 'বাঙালির নাক-কান কেটে দিয়েছেন', বললেন দিলীপ ঘোষ। পাল্টা বাবুলকে বিশ্বাসঘাতক বললেন দিলীপ ঘোষ।
বাবুল সুপ্রিয়ের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যিনি জীবনে ৭ বছর রাজনীতি করেছেন। ৭ বছরই মন্ত্রী ছিলেন। তিনি বাঙালির নাক কান কেটে দিয়েছেন। বাঙালি দাগাবাজ, এটা উনি প্রমাণ করেছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা বাবুল সুপ্রিয়কে দেখলেই পরিস্কার। এর আগে অটলবিহারী বাজপেয়ী মমতাকে বিশ্বাস করেছিলেন। উনি ধোঁকা দিয়েছেন। মোদীজি বাবুলকে বিশ্বাস করেছিলেন। বাবুল বিশ্বাসঘাটকতা করেছেন বলে দাবি দিলীপ ঘোষ-এর। বাবুলের উদ্দেশ্যে তিনি বলেন, বাঙালির মানসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য বাবুলের ক্ষমা চাওয়া উচিৎ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ভোট করাতে পারেন। আমরা দু'বার পারিনা? পার্টি যাকে যোগ্য মনে করেছে, তাকে প্রার্থী করেছে। উনি ওখানে পরিচিত মুখ। আমি নিজে একই জায়গা থেকে দুবার দুরকম ভোটে লড়ে জিতেছি। বাবুল ওখান থেকে এখানে এসে দাঁড়িয়েছেন। আগে তাকে প্রশ্ন করুন। এছাড়াও আরও নানান রাজনৈতিক বিষয় নিয়ে নানান মন্তব্য করেন দিলীপ ঘোষ।