প্রতিদিনের মতই মঙ্গলবার প্রাতঃভ্রমণে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই ফের একাধিক রাজনৈতিক বক্তব্য রাখলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন বিজেপি এবার জিতবে। পশ্চিমবঙ্গের কৃষকরা মোদীর সঙ্গে আছেন দিদির সঙ্গে নেই। এমন কথাও বলতে শোনা গেল তাঁকে। তাঁর কথায় বাদগেলনা খোকাবাবুও। অভিষেককে নিয়ে বললেন, কোলে চেপে রাজনীতি হয়না। রাজনীতি শেখার পরামর্শও দিলেন তিনি।