মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যেয়র ভাইফোঁটা নিতে যাওয়াটা ব্যক্তিগত বিষয়। মঙ্গলবার শোভনের কালীঘাটে যাওয়ার ঘটনার এভাবেই সাফাল দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সদস্যদের ব্যক্তিগত কাজে বিজেপি কখনই হস্তক্ষেপ করে না বলে দাবি করেন দিলীপ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যেয়র ভাইফোঁটা নিতে যাওয়াটা ব্যক্তিগত বিষয়। মঙ্গলবার শোভনের কালীঘাটে যাওয়ার ঘটনার এভাবেই সাফাল দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সদস্যদের ব্যক্তিগত কাজে বিজেপি কখনই হস্তক্ষেপ করে না বলে দাবি করেন দিলীপ। শোভনের তৃণমূলনেত্রীর বাড়ি যাওয়া নিয়ে দল ভাবিত নয় বলেই স্পষ্ট করে দেন বিজেপি রাজ্য সভাপতি। জানিয়ে দেন, তৃণমূল ছেড়ে শোভন বিজেপিতে এলেও তিনি কোনও সাংগঠনিক পদে নেই। তাই তাঁকে নিয়ে দলের বিশেষ চিন্তাভাবনাও নেই। সম্প্রতি বিজয়া করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাজির হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর ভাইফোঁটার দিন বান্ধবী বৈশাখীকে নিয়ে শোভন হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কানাঘুষো শোনা যাচ্ছে, ফের তৃণমূলে ফিরতে চাইছেন শোভন।