বেহালার শিশির বাগানের প্রৌঢ়া শুভ্রা ঘোষ পুত্র, পুত্রবধূ ও একমাত্র নাতনীর সঙ্গে বসবাস করতেন। ছেলে ও পুত্রবধূ দুজনেই চাকরি করেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালেও ছেলে ও পুত্রবধূ কাজে বেরিয়ে যান। নাতনীও স্কুলে চলে যায়। বেলা ১১টায় পরিচারিকা এসে দরজা ধাক্কালেও কেউ দরজা খোলেনি। ফলে পরিচারিকা ফিরে যান। কিছু সময় পরে আবার ফেরত এসে ডাকাডাকি শুরু করলে প্রতিবেশীরা সেখানে এসে জড়ো হয়। প্রতিবেশীরাও দরজা ধাক্কাতে গেলে সেটা নিজে থেকে খুলে যায়। এতে অনেকেরই সন্দেহ হয়। বাড়ির ভেতর ঢুকে প্রতিবেশী এবং পরিচারিকা শুভ্রার নাম ধরে ডাকাডাকি করতে থাকেন। এরপরই দোতালা থেকে উদ্ধার হয় শুভ্রার নিথর দেহ।