ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু যাদবপুরের বাসিন্দার। শুক্রবার ভোর সাড়ে চারটেয় আগুন লাগে, কালিকাপুরের একটি ফ্ল্য়াটের দোতালায়। আগুন দেখেই মা ও ছেলে দ্রুত বেরিয়ে আসে। শুধু বেরোতে পারলেন না বছর ৫৫-র বাবা। ফ্ল্য়াটের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু যাদবপুরের বাসিন্দার। শুক্রবার ভোর সাড়ে চারটেয় আগুন লাগে, কালিকাপুরের একটি ফ্ল্য়াটের দোতালায়। আগুন দেখেই মা ও ছেলে দ্রুত বেরিয়ে আসে। শুধু বেরোতে পারলেন না বছর ৫৫-র বাবা। ফ্ল্য়াটের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
ভোরবেলা ঘর থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। ডাকাডাকিতে করেও সাড়া না মেলায় ভাঙা হয় ঘরের দরজা। খবর দেওয়া হয় থানায়, পৌঁছয় পুলিশ। এরপরেই আগুন ছড়াতেই ফেটে যায় গ্য়াস সিলিন্ডার।ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১ টি ইঞ্জিন। এদিকে রাস্তা সরু হওয়ায় অতিরিক্ত দমকলের ইঞ্জিন চেষ্টা করে ঢুকতে পারেনি। সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বছর ৫৫-র ওই ব্য়াক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কী করে আগুন লাগল জানতে পারা যায়নি, এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।