এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাইরে থেকে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যস্ত না হওয়ার জন্য রাজ্যপালকে পরামর্শ দিলেন পুরমন্ত্রী। তার চেয়ে বরং উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করার জন্য রাজ্যপালকে বার্তা দিলেন তিনি। মেয়রের আরও দাবি, রাজ্যপালের কথা ভালভাবে নিচ্ছেন না মানুষ। সবাই তাঁর কথা শুনে হাসাহাসি করছেন।
পুরমন্ত্রীর অভিযোগ, উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে আঠারোজনের মৃত্যু হয়েছে। কটাক্ষ করে তিনি বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে গুলি রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ রয়েছেন।