দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। কলকাতায়ও ইতিমধ্যেই শুরু হয়েছে টিকাকরণ। টিকাকরণ শুরুর আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তারপরেই শুরু হয় টিকাকরণ। টিকাকরণ শুরুতে উচ্ছাস প্রকাশ ফিরহাদ হাকিমের। জানালেন তিনি দুটি ডোজ ট্রায়ালে নিয়েছেন। তাই মানুষকে উৎসাহিত করছেন তিনি। সকলের উদ্দেশে টিকা নিওয়ার কথা তিনি জানালেন। মাস্ক মুক্ত জীবণ যাপনের আশা প্রকাশ ফিরহাদের। এক এক দিনে ১০০ জন পাবেন টিকা।