বাগবাজার বস্তিতে ভয়াবহ আগুন। সূত্রের খবর, ৬ টা ৪৫ মিনিট নাগাদ সেখানে আগুন লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। সারদা মায়ের বাড়িরও এক অংশে আগুন লাগে বলে জানা গিয়েছে। আশপাশের বহুতলেও ছড়িয়ে পড়ে আগুন। যার প্রভাব পড়ে যান চলাচলেও। যার জেরে গৃহহারা হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। আর সেখানকারই পরিস্থিতি পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে দেখে ক্ষোভ প্রকাশ করেন সেখানকার সাধারণ মানুষ। তবে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম।