রাজ্যে বাস চালু হলেও বেসরকারি বাসের সংখ্যা কম। যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে বিশেষ পরিষেবা। কলকাতার বুকে বিনা পয়সাতেই মিলছে বাস পরিষেবা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার এই বিশেষ উদ্যোগ। এই পরিষেবায় উপকৃত হচ্ছেন বহু মানুষ। সমস্ত করোনা বিধি মেনেই চলছে এই পরিষেবা। ১) হাওড়া ময়দান থেকে এম জি রোড, শোভাবাজার হয়ে চিড়িয়ামোড় ২) হাওড়া ময়দান থেকে ধর্মতলা শিয়ালদহ বেলেঘাটা করুণাময়ী হয় সেক্টর ফাইভ ৩) সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙ্গা গিরিশ পার্ক এক্সাইড মোড় খিদিরপুর মমিনপুর হাজরা রাসবিহারী হয়ে গড়িয়াহাট যাদবপুর বৈষ্ণবঘাটা পর্যন্ত চলবে এই পরিষেবা। তিনটি রুটে নির্দিষ্টভাবে একটি করে নাম্বার দেওয়া রয়েছে। বাসের পরিষেবা পেতে ফোন করে আগে থেকে বুকিং করতে হবে।