আরও শক্তি বাড়াল জাওয়াদ। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে অতি গভীর নিম্নচাপ। এই মুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তার অবস্থান। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে।
জাওয়াদের প্রভাবে বঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ৪ তারিখ থেকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৪ তারিখ দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। এই মুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে জাওয়াদ। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। শনিবার সকালে ল্যাণ্ডফলের সম্ভাবনা। যার জেরে কলকাতায়ও জল জমার আশঙ্কা রয়েছে। এই নিয়ে রাজ্যের বিভিন্ন দফতর যেমন তৎপর পাশাপাশি বিদুৎ দফতর ও খুব তৎপর। সমুদ্র উপকূল বর্তি এলাকার জেলা গুলোতে টিম করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ডিএম এসপি দের সাথে যোগাযোগ রেখে কাজ করবে বিদুৎ দফতর। বিশেষ হেল্প নম্বরও চালু করলো বিদুৎ দফতর। কলকাতাতে থানা কেউ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য বিদ্যুৎ দফতরের হেল্প নম্বর ৮৯০০৭৯৩৫০৩/০৪ এছড়াও সিএসসির হেল্প নম্বর ৯৮৩১০৭৯৬৬৬/৯৮৩১০৮৩৭০০।