সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মানে এবার নজির গড়েছে বাংলা। বহুদিন পরে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্র থেকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান পেতে চলেছেন বাংলার দুই বরেণ্য সঙ্গীতঙ্গ পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও পণ্ডিত তরুণ ভট্টাচার্য। হিন্দুস্থানী বাদ্যযন্ত্র সরোদে দীর্ঘ অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মানে সম্মানিত করা হচ্ছে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে। হিন্দুস্থানী বাদ্যযন্ত্র সন্তুরের দীর্ঘ অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। গুরুপূর্ণিমার দিনে এবার সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মানের ঘোষণা করা হয়েছে। ২৬ জুন এই নিয়ে বৈঠকে বসে কাউন্সিল এবং ৪৪ জন সঙ্গীত ও নাট্য ব্যক্তিত্বকে সম্মান প্রাপকের তালিকায় চূড়ান্ত করা হয়।