কাশ্মীর নিয়ে রাজ্যকে খোঁচা দিতে গিয়ে ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার রাজভবনে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান চলার মাঝেই কাশ্মীর পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তখনই রাজ্যপাল বলেন, কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিককে হত্যার ঘটনার সবারই নিন্দা করা উচিত। কিন্তু সেই ঘটনা নিয়ে কখনওই রাজনীতি করা উচিত নয়। উল্টে রাজ্যপাল বলেন, যদি অপরাধ আর মৃত্যুর দিকেই তাকাতে হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন উদাহরণ অনেক আছে।
এই মন্তব্য করে ঘুরিয়ে রাজ্যপাল কাশ্মীরের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনা টানলেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, কাশ্মীর থেকে ৩৭০ থেকে প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান সংসদেরও ভূয়সী প্রশংসা করেন জগদীপ ধনখড়।