কোথাও হাঁটু জল তো কোথাও কোমর সমান জল। রাস্তা না নদী বোঝা দায়। বুধবার এমনই ছবি দেখা গিয়েছিল কালীঘাট চত্ত্বরে। ঘূর্ণিঝড় এবং বানে আদিগঙ্গার জলে ভাসছিল চারপাশ। এই ঘটনা তবে নতুন কিছু নয় বান এলে আগেও রাস্তায় জল উঠে এসেছে বহুবার। সম্পতিকালে তবে এমনটা হয়নি বলেই দাবি সেখানকার মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেই জলও। জলমগ্ন হয়ে পড়ে সেখানকার বাড়িও।