৬৬ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বাকি ১৭ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা হবে রবিবার। এমনটাই এদিন কংগ্রেসের তরফ থেকে জানানো হয়।
৬৬ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বাকি ১৭ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা হবে রবিবার। এমনটাই এদিন কংগ্রেসের তরফ থেকে জানানো হয়। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কোঅর্ডিনেটর পার্থ মিত্র তৃণমূল থেকে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দেন। এবার কংগ্রেস থেকেই প্রার্থী হলেন তিনি। ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন তিনি। ১৩৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কোঅর্ডিনেটর মমতাজ বেগমকে প্রার্থী করেছে এবার কংগ্রেস। প্রসঙ্গত, শনিবার কংগ্রেসের ৮৩ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল কংগ্রেসের। তবে ১৭ টি আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করনি কংগ্রেস। এদিন প্রর্থীর নাম ঘোষণার সময় কোঅর্ডিনেটর পার্থ মিত্র বলেন কালকের মধ্যেই বাকি ১৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। তারও আগে প্রার্থীর নাম ঘোষণা করে সিপিএম।